৫ দিনে ৮ম প্রাদেশিক রাজধানী দখলে নিল তালেবান যোদ্ধারা



তালিবান আফগানিস্তানে পাঁচ দিনে আটটি প্রাদেশিক রাজধানী দখল করেছে। উত্তরে সার-ই-পোল, শেবার্গান, আইবাক, কুন্দুজ, তালুকান এবং পুল-ই-খুমরি শহরে তালেবানদের নিয়ন্ত্রণের কাছে লড়াই চলছে। 

আফগানিস্তানের দক্ষিণ -পশ্চিমাঞ্চলের ফারাহ এবং দক্ষিণ প্রদেশ নিমরুজের ,৬৩,০০০ এরও বেশি অধিবাসীর একটি প্রত্যন্ত শহর জারাঞ্জও তালেবানদের নিয়ন্ত্রণে চলে যায়। বিদেশি বাহিনীর চূড়ান্ত প্রত্যাহার শুরুর সঙ্গে তাল মেলাতে মে মাসে ধারাবাহিক আক্রমণ চালানোর পর থেকে তালেবান ইতোমধ্যেই গ্রামীণ আফগানিস্তানের বিস্তীর্ণ অংশ দখল করে নিয়েছে।

(আল-জাজিরার তৈরি করা মানচিত্র) 


Post a Comment