বরগুনা জেলা প্রশাসনের উদ্দোগে বিশ্ব পর্যটন দিবস উপলক্ষে আলোচনা সভার আয়োজন করে


মোঃ তরিকুল ইসলাম জিসান স্টাফ রিপোর্টার  

বরগুনা জেলা প্রশাসনের উদ্দোগে "বিশ্ব পর্যটন দিবস"উপলক্ষে আলোচনা সভার আয়োজন করে। অতিরিক্ত জেলা প্রশাসক শিপ্রা দাস এর সভাপতিত্বে অনুষ্টিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন,জেলা প্রশাসক মোঃ হাবিবুর।  

{getToc} $title={Table of Contents}

সভায় বরগুনার পর্যটন শিল্পের সম্ভবনা, সমস্যা এবং করনীয় বিষয় বক্তারা আলোচনা ও প্রস্তবনা উপস্হাপন করেন।সরকারী ও বে-সরকারী উদ্দোগের সমন্ময় প্রাকৃতিক নৈসর্গিক নদী আর সবুজ ঘেরা বরগুনার পর্যটন শিল্পকে দেশে এবং দেশের বাহিরে পর্যটকদের আকৃষ্ট করতে যোগাযোগ, আবাসন,নিরাাপত্তা ব্যাবস্হা গ্রহনের বিষয় গুরুত্ব দেয়া হয়।  

আলোচনা সভায় বক্তব্য রাখেন, মুক্তিযোদ্ধা আঃ মোতালেব মৃধা, পর্যটক উদ্যোক্তা গন মাধ্যম কর্মী সোহেল হাফিজ,লোকবেতার স্টেশন ম্যানেজার মনির কামাল,টেলিভিশন সাংবাদিক ফোরাম সভাপতি, আবু জাফর সালেহ,উন্নয়ন সংগঠক, জাকির হোসেন মিরাজ,সাংবাদিক, শাহ আলী,পর্যটন কর্মী জুবায়ের, নারী উদ্যোক্তা মুক্তা প্রমূখ।

2 comments

  1. Unknown
    Unknown
    hi
  2. Sharif Blogger BD
    Sharif Blogger BD
    g